Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

 

নাচোল উপজেলার ভৌগলিক অবস্থান :  ১৯৪৭খ্রি: দেশ বিভাগের সময় । র‌্যাডক্লিক রোয়েদাদ অনুসারে চাঁপাইনবাবগঞ্জ ও তার পার্শ্ববর্তী শিবগঞ্জ,নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর থানাকে মালদহ থেকে আলাদা করে পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ১৯৪৭ সালের ১৫ আগষ্ট নাচোল রাজশাহী জেলার অন্তর্ভুক্ত হয় । ১৯৮৩সালে ৭নভেম্বর নাচোল থানা উপজেলায় মনোনীত হয় এবং ১৯৮৪সালে ২৪মার্চ নাচোল উপজেলায় ৪টি ইউনিয়ন নিয়ে নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হয়।

        নাচোল উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের মাঝামাঝি ২৪º৪৮´এবং ২৪º৪০´এবং পূর্ব দ্রাঘিমাংশের মাঝামাঝি ৮৮º১৬´এবং ৮৮º২৮´। এ উপজেলার উত্তরে গোমস্তাপুর ও নিয়ামতপুর উপজেলা, দক্ষিনে নবাবগঞ্জ সদর ও তানোর উপজেলা,পূর্বে নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলা,পশ্চিমে গোমস্তাপুর, শিবগঞ্জ উপজেলা ও মহানন্দা নদী।