Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
যুবদের দক্ষতা ও ম্যাচমেকিং বিষয়ক প্ল্যাটফর্ম National Intelligence for Skills, Education, Employment and Entrepreneurship-NISE ((https://nise.gov.bd)) -এ বেকার যুবদের অনলাইন নিবন্ধন
Details
যুবদের দক্ষতা ও ম্যাচমেকিং বিষয়ক প্ল্যাটফর্ম National Intelligence for Skills, Education, Employment and Entrepreneurship-NISE ((https://nise.gov.bd)) -এ বেকার যুবদের অনলাইন নিবন্ধন:
সরকারের ২৩টি মন্ত্রণালয়ের আওতাভূক্ত ৩২টি অধিদপ্তর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের কাজে সম্পৃক্ত। এ দপ্তরসমূহের কার্যক্রমসমূহ অনলাইনে মনিটরিং, মেন্টরিং, সমন্বয় করা এবং চাকুরি প্রত্যাশী যুবক, শিল্প-প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ম্যাচমেকিং, রিয়েল টাইম ড্যাটার  ভিত্তিতে পরিকল্পনা ও পলিসিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে NISE প্রণয়ন করার কার্যক্রম চলমান রয়েছে। এই প্ল্যাটফর্মে যুবরা ২৩টি মন্ত্রণালয়ের আওতাভূক্ত ৩২টি অধিদপ্তর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের সকল সেবা সংক্রান্ত তথ্য, বিভিন্ন প্রশিক্ষণে নিবন্ধণ করা, অনলাইনে ভর্তিতে টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি NISE প্ল্যাটফর্মে সর্বদা গড়ে ৫০০০ এর অধিক লাইভ চাকুরি থাকে যেখানে যুবরা আবেদন করতে পারেন। তাছাড়া এই প্ল্যাটফর্মে নিবন্ধত হলে সংক্রিয়ভাবে যুবদের CV নিয়োগকারীদের নিকট প্রেরণ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত চাকুরিমেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে। NISE প্ল্যাটফর্মের প্রধান সেবাসমূহ হচ্ছে: (ক) ক্যারিয়ার গাইড্যান্স (খ) দক্ষতা উন্নয়ন (গ) উদ্যোক্তা উন্নয়ন (ঘ) ফ্রিলাইন্সিং (ঙ) কর্মসংস্থানের সুযোগ (চ) দক্ষ ও নিরাপদ অভিবাসন।
Image
Publish Date
18/01/2024
Archieve Date
30/11/2024