Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য, নাচোল উপজেলা ।

নাচোল উপজেলাটি মূলত: বরেন্দ্র এলাকা এবৃ কৃষি নির্ভরশীল। এ উপজেলায় ধান চাউলের ব্যবসা হয়ে থাকে । এখানে মিল চাতাল রয়েছে। এছাড়া বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বা করে থাকে। কেউ চাকুরী করে, কেউ স্কুল মাষ্টার কেউবা মুদিখানার দোকান করে। কেউ কেউ হোটেল রেস্তোরা চালায়। এখানে ভিবিন্ন খুচরা ব্যবসা করে থাকে। এ উপজেলায় বড় ধরণের কোন কলকারখানা নেই। নাচোল উপজেলাটি ব্যবসায় বানিজ্যে অনেক অনগ্রসর রয়েছে।

 

নাচোল উপজেলায় কোন নদ-নদী নেই। কোন রেল জংশন নেই। রেল ষ্টেশন নেই ফলে কোন ধরনের ব্যবসা বনিজ্য গড়ে উঠেনি। শুধু কৃষি চাষাবাদ ছাড়া অন্য কিছু নেই। তবে আকাশের বৃষ্টির উপর চাষাবাদ নির্ভর করে। বিএমডিএ কর্তৃক বসানো কিছু গভীর নল কূপ রয়েছে  তাতে প্রয়োজনীয় পানির স্তর নেই।